কাম১ [ kāma ] বি. কাজ।
[সং. কর্ম; তু. হি. কাম]।
কাম২ [ kāma ] বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ।
[সং. √কম্ + ণিচ্ + অ]।
কাম৩ [ kāma ] বি.
১. কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম);
২. অনুরাগ;
৩. যৌন সম্ভোগের ইচ্ছা।
[সং. √ কম্ + অ]।
কামকলহ–বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া।
কামকলা–বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র।
কামকেলি–বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ।
কামক্ষুধা–বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা।
কামগন্ধ–বি. কামের আভাস বা লেশ।
কামচর–বি. স্বেচ্ছাচার।
☐ বিণ. সেচ্ছাচারী।
কামচারী (-রিন্)–বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট।
স্ত্রী. কামচারিণী।
কামজ–বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন।
কামজ্বর–বি. তীব্র সম্ভোগেচ্ছা।
কামদ–বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক।
☐ বি. শিব।
কামদা–বিণ. অভিষ্টদাত্রী।
☐ বি. কামধেনু।
কামদেব–বি. মদনদেব।
কামধেনু–বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী।
কামপত্নী–বি. রতিদেবী।
কামপ্রদ–বিণ. অভীষ্টপূরক।
কামবসায়িতা, কামবশায়িতা–বি.
১. অলৌকিক শক্তিবিশেষ;
২. নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা;
৩. ইন্দ্রিয়নিগ্রহশক্তি।কামবাই–বি. কামোন্মত্ততা।
কামবাণ, কামশর–বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে।
কামরূপ, কামরূপী (-পিন্)–বিণ.
১. ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন;
২. সুন্দর।কামশাস্ত্র, কামসূত্র–বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র।
কামসখ–বি. বসন্ত ঋতু।
কামাগ্নি, কামানল–বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা।
কামাতুর, কামার্ত–বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত।
স্ত্রী. কামাতুরা, কামার্তা।
কামান্ধ–বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য।
কামাসক্ত–বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট।
Leave a Reply