কানা১ [ kānā ] বি.
১. কিনারা, প্রান্ত (পুকুরের কানা);
২. পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)।
[সং. কর্ণ]।
কানায় কানায়–ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)।
কানা২ [ kānā ] বিণ.
১. চক্ষুহীন;
২. অন্ধ;
৩. ফুটো (কানাকড়ি, কানাবেগুন);
৪. একদিক বন্ধ, একমুখো (কানাগলি)।
☐ বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক।
[সং. কাণ]।
কানি–বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)।
কানাকড়ি–বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)।
কানামাছি–বি.
১. ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে);
২. বড় মাছিবিশেষ।কানা খোঁড়ার একগুণ বাড়া–(প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়।
কানা গোরুর ভিন্ন পথ–(প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়।
কানা ছেলের নাম পদ্মলোচন–যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার।
Leave a Reply