কান১, কানু [ kāna১., kānu ] বি. কানাই, কৃষ্ণ।
[প্রাকৃ. কণ্হ্ < সং. কৃষ্ণ]।
কান২ [ kāna ] বি.
১. শ্রবণেন্দ্রিয়;
২. সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি;
৩. কানের অলংকারবিশেষ।
[সং. কর্ণ]।
কান কাটা যাওয়া–(আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)।
কান-কাটা–বিণ. নির্লজ্জ, বেহায়া।
কান খাড়া করা–ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া।
কান দেওয়া–ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)।
কান ধরা–ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া।
কান পাকা–ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা।
কান পাতা–ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া।
কান ভাঙানো–ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা।
কান ভারী করা–ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা।
কান মলা–ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা।
কানে আঙুল দেওয়া–ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া।
কানে ওঠা–ক্রি. বি. কর্ণগোচর হওয়া।
কানে তালা লাগা–ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া।
কানে তোলা–ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); ২. গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)।
কানে ধরে বলা–ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো।
কানে লাগা–ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।
কানকোটারি–বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে।
কানখুশকি, কানখুস্কি–বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।
কানপাতলা–বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন।
কানফাটা, কানফাটানো–বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত।
কান-বালা–বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ।
কানা-কানি–বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা।
কানা-ঘুষা, কানা-ঘুষো–বি. গোপন রটনা।
কানে কানে–ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়।
কানে-খাটো–বিণ. কানে কম শোনে এমন।
কানে তুলো গোঁজা (দেওয়া)–ক্রি. বি. ইচ্ছা করে না শোনা।
Leave a Reply