কাদম্ব [ kādamba ] বিণ. কদম্বসম্বন্ধীয়।
☐ বি.
১. কদম্বসমূহ;
২. কদম্বগাছ;
৩. কদম্বফুল;
৪. বাণ, তির (‘উড়িল কাদম্বকুল’: মধু);
৫. বালিহাঁস;
৬. কালো পাখাযুক্ত কলহংস।
[সং.কদম্ব + অ]।
কাদম্বা–বি. (স্ত্রী.) কলহংসী (‘কাদম্বা যেমতি মধুস্বরা’: মধু); কদমফুলের গাছ।
Leave a Reply