কাতরা১–(স্ত্রী) কাতর।
কাতরা২–ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা।
কাতরানো–ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা।
কাতরানি–বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ।
কাতরোক্তি–বি. কাতরতাপূর্ণ বাক্য।
Leave a Reply