কাতর [ kātara ] বি.
১. আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত;
২. ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা);
৩. কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়);
৪. ভীত (ভয়ে কাতর)।
[সং. কু (-ঈষত্) + তৃ + অ]।
স্ত্রী. কাতরা১।
বি. কাতরতা, (বিরল) কাতর্য।
কাতরা২–ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা।
কাতরানো–ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা।
কাতরানি–বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ।
কাতরোক্তি–বি. কাতরতাপূর্ণ বাক্য।
Leave a Reply