কাণ্ড [ kāṇḍa ] বি.
১. গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি;
২. পর্ব, পাব;
৩. গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড);
৪. ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল);
৫. (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)।
[সং. √ কন্ + ড]।
কাণ্ডকারখানা–বি. ঘটনাসমূহ; কার্যাবলি।
কাণ্ডজ–বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন।
কাণ্ডজ্ঞান–বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense.
কাণ্ডাকাণ্ডজ্ঞান, কাণ্ডাকাণ্ডিজ্ঞান–বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান।
Leave a Reply