কাঠি১ [ kāṭhi ] কাঁটির রূপভেদ।
কাঠি২ [ kāṭhi ] বি.
১. কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি);
২. ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)।
[সং. কাষ্ঠিকা]।
কাঠি-কাঠি–বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)।
জিয়নকাঠি, মরণকাঠি–বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়।
কাঠি দেওয়া–ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।
Leave a Reply