চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
প্ৰেম ডুরি দি বান্ধিয়া নিতে এতে নিষেধ নাই
শ্ৰীরাধিকার দোহাই যদি মান রে কানাই।
মন্দিরের সামনে গিয়া জিকাইন দুতিরে–
আজিকার রজনী রাধার পোষাইল কেমনে।
সুখের নিদ্রা যাও তুমি চন্দ্রার কুঞ্জেতে
আমি নারী অভাগিনী জাগি নিশি কাটিরে।
ভাইবে রাধারমণ বলে বলি গো ধনি তোরে
পুরুষ সমান নিষ্ঠুর নাই জগৎ সংসারে।।
পাঠান্তর : হা/: চিঠি > আরো চিঠি; জিকাইন > জিজ্ঞাসাইন; আজিকার … কেমনে > আজিকার নিশিরাত পোষাইলে কেমনে/ আরো যেমনে তেমনে নিশি পোষাইছইন রাধা; আমি নারী… কাটিরে > × × তোরে > রাই; পুরুষ… সংসারে > পুরুষ পাষাণ নয় গো মাইয়া পাষাণ।
Leave a Reply