কাঞ্চন [ kāñcana ] বি.
১. স্বর্ণ, সোনা;
২. স্বর্ণমুদ্রা;
৩. ধন (কামিনীকাঞ্চন);
৪. ফুলবিশেষ বা তার গাছ;
৫. ধানবিশেষ।
☐ বিণ. স্বর্ণবর্ণ, সোনার মতো রংবিশিষ্ট (কাঞ্চনকান্তি); সোনার তৈরি, স্বর্ণময় (কাঞ্চনমুদ্রা)।
[সং. কাঞ্চন + অ]।
কাঞ্চনমূল্য–বি. কাঞ্চনের বা স্বর্ণমূদ্রার মূল্য; স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা; অতি উচ্চ মূল্য; পারিশ্রমিকস্বরূপ অর্থ।
কাঞ্চনী–বি. (স্ত্রী.)
১. হলুদ;
২. গোরোচনা।
Leave a Reply