কাজ [ kāja ] বি.
১. কার্য (একটা কাজ করো);
২. প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?);
৩. কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ);
৪. চাকরি (তার কাজটা গেছে);
৫. বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ);
৬. অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ);
৭. সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে);
৮. কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)।
[সং. কার্য > প্রা. কজ্জ]।
কাজও নেই কামাইও নেই–কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত।
কাজ আদায় করা–ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া।
কাজ চলা–ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)।
কাজ দেওয়া–ক্রি. বি.
১. চাকরি দেওয়া;
২. কাজের ভার দেওয়া;
৩. সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)।
কাজ দেখা–ক্রি. বি.
১. কাজ তদারক করা;
২. চাকরি খোঁজা।
কাজ দেখানো–ক্রি. বি.
১. কর্মব্যস্ততার ভান করা;
২. কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া।
কাজের কাজি–করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী।
কাজের বার (বাহির)–বিণ. অকর্মণ্য; অকেজো।
কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি–(উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না।
কাজকর্ম–বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার।
কাজপাগল, কাজপাগলা–বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত।
Leave a Reply