কাছ [ kācha ] বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)।
[প্রাকৃ. কচ্ছ < সং. কক্ষ]।
কাছে–ক্রি-বিণ. অব্য.
১. নিকটে, সমীপে (ঘরের কাছে);
২. নাগালে (হাতের কাছে);
৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র);
৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন);
৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই);
৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)।
কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)।
কাছেপিঠে–ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)।
Leave a Reply