কাচ১ [ kāca ] বি. বালি ও একপ্রকার ক্ষারসহযোগে প্রস্তুত স্বচ্ছ, ভঙ্গপ্রবণ বস্তুবিশেষ, কাচ, শিশা।
[সং. √ কচ্ (দীপ্তি) + অ]।
কাচ২ [ kāca ] বি. রঙ্গতামাসা, ক্রীড়াকৌতুক (চড়কের কাচ, কার্তিক পুজোর কাচ)।
[দেশি]।
কাচ৩ [ kāca ] বি.
১. ল্যাঙট, কৌপীন;
২. কাছা।
[তু. হি. কাছ]।
Leave a Reply