কাগজি, (বর্জি.) কাগজী [ kāgaji, kāgajī ] বিণ.
১. কাগজসম্বন্ধীয়;
২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব;
৩. কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)।
☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র।
কাগজেকলমে–ক্রি. বিণ. লিখিতভাবে।
কাগুজে–বিণ.
১. কাগজসম্বন্ধীয়;
২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)।
[আ. কায়গদ]।
Leave a Reply