কাগজ [ kāgaja ] বি.
১. কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ;
২. সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে);
৩. দলিলপত্র (কোম্পানির কাগজ)।
[আ. < চৈ. কায়গদ্]।
কাগজওয়ালা–বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)।
কাগজপত্র–বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।
Leave a Reply