কাকু১ [ kāku ] বি. (আদরে) কাকা।
কাকু২ [ kāku ] বি.
১. শোক ভয় ইত্যাদির আবেগে বিকৃত কণ্ঠস্বর;
২. স্বরবিকৃতি ও তার ফলে বিপরীত অর্থের সূচনা;
৩. বক্রোক্তি;
৪. কাকুতি।
[সং. √ কক্ + উ]।
কাকুবাদ–বি. কাকুতি, মিনতি।
কাকূক্তি–বি.
১. কাতরোক্তি;
২. বক্রোক্তি।
Leave a Reply