কাঁধ [ kān̐dha ] বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে।
[সং. স্কন্ধ]।
কাঁধ দেওয়া–ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া।
কাঁধে কাঁধে মিলানো–ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা।
কাঁধা-কাঁধি–বি. পরস্পরের কাঁধে বহন করা।
☐ ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)।
কাঁধে নেওয়া–ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা।
Leave a Reply