কাঁদা [ kān̐dā ] ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা।
☐ বি. রোদন, ক্রন্দন।
[বাং. √ কাঁদ্ + আ]।
কাঁদাকাটা, কাঁদাকাটি–বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়।
কাঁদানে–বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)।
কাঁদানো–ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো।
☐ বি. উক্ত অর্থে।
কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা–ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা।
ইনিয়েবিনিয়ে কাঁদা–ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা।
গুমরে কাঁদা–ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা।
ডুকরে কাঁদা–ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা।
ফুলে ফুলে কাঁদা–ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে।
ফুঁপিয়ে কাঁদা–ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না।
কেঁদেকঁকিয়ে–ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)।
Leave a Reply