কাঁড়া [ kān̐ḍā ] ক্রি. বি. ছাঁটা, তুষহীন করা; পরিষ্কার করা (ধান কাঁড়া)।
☐ বিণ. ছাঁটা হয়েছে এমন, পরিষ্কৃত (কাঁড়া ধান. কাঁড়া চাল)।
[সং. √ কণ্ড্ + বাং. আ]।
কাঁড়ানো–ক্রি. (অন্যের দ্বারা) ছাঁটানো।
☐ বি. তুষহীন করা বা পরিষ্কার করা।
☐ বিণ. তুষহীন করা হয়েছে এমন, পরিষ্কৃত।
Leave a Reply