কাঁটাল১, কাঁঠাল [ kān̐ṭhāla ] বি. গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফলবিশেষ, পনস।
[সং. কণ্টকী]।
কাঁঠাল-চাঁপা, কাঁঠালি-চাঁপা–বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ।
কাঁঠালের আমসত্ত্ব–অবান্তর ও অমূলক বস্তু, অলীক বস্তু, সোনার পাথরবাটি।
কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ ঢুকিয়ে তাড়াতাড়ি পাকানো; (আল.) দ্রুত কার্যসাধনের জন্য অস্বাভাবিক ব্যবস্হা গ্রহণ করা।
কাঁটাল২, কাঁটালো [ kān̐ṭāla, kān̐ṭālō ] বিণ. কাঁটাযুক্ত।
[বাং. কাঁটা + আল]।
Leave a Reply