কাঁচি১ [ kān̐ci ] বি. দুটি ফলাযুক্ত কর্তনযন্ত্র কঁচ কঁচ শব্দ হয়।
[তুব. কইন্চি]।
কাঁচি২ [ kān̐ci ] বি.
১. গুঞ্জা, কুঁচ;
২. মোটা সুতোর ঘন বুনটযুক্ত কাপড়বিশেষ;
৩. চন্দ্রহার, কোমরের অলংকারবিশেষ, কাঞ্চি।
[সং. কাঞ্চী]।
কাঁচি৩, (বর্জি.) কাঁচী [ kān̐ci, kān̐cī ] বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)।
[বাং. কাঁচা + ই]।
Leave a Reply