সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে।।ধু।।
যখন বন্ধে বাজায় বাঁশি তখন আমি রান্ধি
বাঁশর স্বরে মন বাউলা ধুমার ছলে কান্দি
বাঁশিরে নিল মন গো সই বাজোইয়া নিলো প্ৰাণ
চাউল কইয়া ভাত রান্ধিলাম দিয়া বাক্রা ধান গো সই।
চুয়া চন্দন দিয়া রান্লাম রাখি সরষের তেল
বেগুন থেইয়া ব্যঞ্জন রানলাম দিয়া পাকনা বেল।
ভুঞ্জন করিতা সইগো আসিলা সুয়ামী
পাত রাখিয়া মাটিত ভাত বাড়িয়া দিলাম আমি গো সই।
বিরধো শ্বশুর আইলা তেল দেওগো বধূ
ভাজা সর্ষের তেল থইয়া আনিয়া দিলাম মধু।
দেবর আসিয়া কইন্ দেওগো দিদি জাঠা
কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা।
আরি বাড়ীর প’রি আইলা দিতাম করি সাদা
ধুতরা পাতা দিতে কইন বাউলা কেনে দাদা।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি জালায় এই
এমন কেউ কয়না আমি বান্ধব আনিয়া দেই।
পূর্ববর্তী:
« সজনী পিরিত কি ধন চিনিলায় না, পাতল স্বভাব গেল না
« সজনী পিরিত কি ধন চিনিলায় না, পাতল স্বভাব গেল না
পরবর্তী:
সজনী সই গো, আমি রইলাম কার আশায় »
সজনী সই গো, আমি রইলাম কার আশায় »
Leave a Reply