কষ্ট [ kaṣṭa ] বি.
১. দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক);
২. পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন);
৩. অনটন (কষ্টে আছে)।
[সং. √ কষ্ + ত]।
কষ্টকর–বিণ. যন্ত্রণাদায়ক।
কষ্ট করা–ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা।
কষ্টকল্পনা–বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা।
কষ্টকল্পিত–বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন।
কষ্টজীবী (-জীবিন্)–বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন।
কষ্টলভ্য–বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন।
কষ্টদায়ক–বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন।
কষ্টসহ, কষ্টসহিষ্ণু–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন।
কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর।
কষ্টার্জিত–বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।
Leave a Reply