কষায় [ kaṣāẏa ] বি.
১. তিক্ত বা কটু রস;
২. কষযুক্ত স্বাদ;
৩. ক্বাথ;
৪. ফিকে লাল বর্ণ;
৫. খয়ের বর্ণ।
☐ বিণ.
১. কষায় স্বাদযুক্ত;
২. রক্তপীতমিশ্রিত বর্ণযুক্ত;
৩. লোহিত;
৪. রঞ্জিত।
[সং. √ কষ্ + আয়]।
কষায়িত–বিণ.
১. রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি);
২. রঞ্জিত, রংযুক্ত।
Leave a Reply