কষ১ [ kaṣa ] বি.
১. হরীতকী আম গাব প্রভৃতি ফল বা গাছের কষায় রস (কলার কষ);
২. ওই রসের ছোপ (কষ লাগা);
৩. চামড়া পাকাবার কষায় রস বা ক্বাথ, tannin.
[সং. কষায়]।
কষ২ [ kaṣa ] বি. কষ্টিপাথর বা নিকষ, যাতে ঘষে সোনা বা অন্য ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা হয়।
[সং. √ কষ্ (হিংসা করা, পরীক্ষা করা) + অ]।
Leave a Reply