কষা১, কশা১ [ kaṣā, kaśā ] বি. চাবুক।
[সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]।
কষা২ [ kaṣā ] বিণ. কষায় রসযুক্ত, ঈষত্ তিক্ত কষায় রসযুক্ত।
[সং. কষায়]।
কষা৩ [ kaṣā ] ক্রি.
১. কষ্টিপাথরে ঘষে সোনা ইত্যাদি পরীক্ষা করা;
২. অঙ্কপাত করা, গণিতের ফল বার করা (অঙ্ক কষা, আঁক কষা);
৩. মূল্য নিরূপণ করা (দাম কষা)।
☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।
[সং. √ কষ্ + বাং. আ]।
কষা৪ [ kaṣā৪. ] ক্রি.
১. (মাংসাদি) সাঁতলানো;
২. আঁট করে বাঁধা;
৩. শক্ত করা (কষে বাঁধো);
৪. শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে);
৫. জটিল কৌশল করা (প্যাঁচ কষা)।
☐ বিণ.
১. আঁট, শক্ত, কড়া;
২. কৃপণ;
৩. বদ্ধকোষ্ঠ (কষা ঘাত);
৪. সাঁতলানো হয়েছে এমন, সাঁতলে রাঁধা হয়েছে এমন (কষা মাংস)।
কষে–ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)।
[বাং. √ কষ্]।
কষা৫, কষানো [ kaṣā, kaṣānō ] ক্রি. (চামড়ায়) কষ দেওয়া, কষায় রসযুক্ত করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
[বাং. √ কষ + আ (নাম ধাতু), আনো; তু. সং. √ কষায়ি]।
Leave a Reply