কশা১, কষা [ kaśā, kaṣā ] বি. চাবুক।
[সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]।
কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা।
কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন।
কশা২, কশানো [ kaśā, kaśānō ] ক্রি.
১. চাবুক মারা;
২. আঘাত করা (চড় কশানো)।
☐ বি. উক্ত অর্থে।
[বাং. √ কশ্ (সং. √ কশ্) + আ, আনো]।
Leave a Reply