কল্লোল [ kallōla ] বি.
১. শব্দকারী তরঙ্গ, যে-ঢেউ থেকে শব্দ ওঠে; শব্দময় তরঙ্গ;
২. মহাতরঙ্গ;
৩. মহা আনন্দ; পরমানন্দ;
৪. কলরব, কোলাহল।
[সং. √ কল্ল্ + ওল]।
কল্লোলিত–বিণ. কল্লোলযুক্ত।
কল্লোলিনী–বি. (স্ত্রী.) নদী।
☐ বিণ. (স্ত্রী.) কল্লোলময়ী।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply