কল্যাণ [ kalyāṇa ] বি.
১. হিত, মঙ্গল;
২. কুশল;
৩. সুখসমৃদ্ধি;
৪. সংগীতের রাগিণীবিশেষ।
☐ বিণ.
১. সুখী;
২. শুভযুক্ত।
[সং. কলা + √ অণ্ + অ]।
কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী।
কল্যাণীয়–বিণ.
১. কল্যাণযুক্ত;
২. যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত;
৩. কল্যাণাস্পদ।
বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া।
কল্যাণকর–বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর।
কল্যাণবর, কল্যাণবরেষু, কল্যাণীয়বর, কল্যাণীয়েষু–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।
স্ত্রী. কল্যাণীয়াসু।
কল্যাণবান (-বত্)–বিণ. মঙ্গলযুক্ত।
কল্যাণবতী–বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী।
Leave a Reply