কল্পনা [ kalpanā ] বি.
১. কল্পিত বা মনগড়া বিষয়;
২. উদ্ভাবনা;
৩. উদ্ভাবনী শক্তি;
৪. অনুমান।
[সং. ক্৯প্ + অন + আ]।
কল্পনাপ্রবণ–বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক।
কল্পনাবিলাসী (-সিন্)–বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন।
কল্পনাশক্তি–বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা।
Leave a Reply