কল্প১ [ kalpa ] ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)।
কল্প২ [ kalpa ] বি.
১. যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ;
২. ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ ৪৩২ কোটি বত্সর (কল্পান্তে);
৩. শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প);
৪. প্রলয়;
৫. পূজার বিধি (কল্পারম্ভ);
৬. অভিপ্রায় (রক্ষাকল্পে);
৭. সংকল্প (দৃঢ়কল্প);
৮. পক্ষ (মুখ্যকল্প)।
[সং. √ ক্৯প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]।
Leave a Reply