কলি১ [ kali ] বি.
১. পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ);
২. কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা।
[সং. √ কল্ + ই]।
(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র।
কলি২ [ kali ] বি.
১. কলিকা, কুঁড়ি;
২. কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ;
৩. বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি);
৪. কবিতা বা গানের চরণ।
[সং. √ কল্ + ই]।
কলি৩ [ kali ] বি. চুনকাম, দেওয়ালে চুন দেওয়া।
[আ. কলী]।
কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।
Leave a Reply