কলাবৌ, কলাবউ, কলাবধূ–বি.
১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি;
২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি;
৩. নবপত্রিকা;
৪. নবদুর্গা;
৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী;
৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।
Leave a Reply