কলা১ [ kalā ] বি.
১. চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ;
২. রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ;
৩. কালের অংশবিশেষ (৮. সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়;
৪. লেশ, ক্ষুদ্র অংশ;
৫. (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.);
৬. শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা);
৭. শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা;
৮. সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য;
৯. চিত্তবৃত্তি; ১. ছলচাতুরী (ছলাকলা)।
[সং. √ কল্ + অ + আ]।
কলাকুশল–বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ।
কলাধর–বি.
১. চন্দ্র;
২. শিব।
কলানিধি–বি. চন্দ্র।
কলাবত্–বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)।
কলাবতী–বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা।
কলাবিদ্যা–বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা।
কলাভবন–বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান।
কলাভৃত্–বি.
১. চন্দ্র;
২. শিল্পী;
৩. শিব।
কারুকলা–বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প।
চারুকলা, ললিতকলা–বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts.
শিল্পকলা–বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প।
কলা২ [ kalā ] বি.
১. (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা;
২. (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)।
[সং. কদলী]।
কলা খাওয়া–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)।
কলা দেখানো–ক্রি. বি ফাঁকি দেওয়া।
কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া)–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা।
কলাবউ, কলাবধূ, কলাবৌ–বি.
১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি;
২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি;
৩. নবপত্রিকা;
৪. নবদুর্গা;
৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী;
৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।
Leave a Reply