শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া
কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া।
প্ৰথম পিরিাতের কালে আইলায় নিতি নিতি
এখন বুঝি গুরু কইলায় দুইপারি ডাকাতি।
আর কতকাল রাখতাম পিরিত লোকে বৈরী আইয়া।
শুকশারী পিরিত করে। তমার ডালে বইয়া
মনে লয় উড়িয়া যাইতাম বনের পাখী অইয়া।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় সঙ্গে যাইব কুলমান খাইয়া।
পূর্ববর্তী:
« শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে
« শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে
পরবর্তী:
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো »
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো »
Leave a Reply