কলঙ্ক [ kalaṅka ] বি.
১. তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য;
২. মরচে;
৩. অখ্যাতি;
৪. কেলেঙ্কারি।
[সং. ক + √ লন্ক্ + অ]।
কলঙ্কিত–বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত।
বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা।
কলঙ্কী (-ঙ্কিন্)–বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত।
বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী।
Leave a Reply