কল১ [ kala ] বি. অঙ্কুর, বীজ থেকে জাত উদ্ভিদের প্রথম অবস্হা।
[সং. কলল]।
কল২ [ kala ] বি.
১. যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল);
২. বন্দুকের ঘোড়া;
৩. যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল);
৪. ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল);
৫. কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে);
৬. প্যাঁচ (তালার কল);
৭. যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)।
[তু সং. √ কল্ (=গতি), হি. কল]।
কলকব্জা–বি. যন্ত্রপাতি।
কলকারখানা–বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল (mill), ফ্যাক্টরি।
কলঘর–বি.
১. (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর;
২. বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ।
কলের পুতুল–বি.
১. যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়;
২. (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক।
কলের মানুষ–বি.
মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক।
কল৩ [ kala ] বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি।
☐ বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)।
[সং. √ কল্ + অ]।
কলকণ্ঠ–বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি।
☐ বিণ.
১. অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট;
২. মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)।
কলকণ্ঠী–বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা।
কলকল–বি.
১. মধুর অস্ফুট ধ্বনি;
২. অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ;
৩. পাখির কলরব;
৪. কোলাহল।
কলকলানি–বি. কলকল শব্দ।
কলকলানো–ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা।
কলকল্লোলিনী–বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)।
কলতান–বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)।
কলনাদ–বি. মধুর ধ্বনি।
কলনাদিনী–বি. (স্ত্রী.) কলনাদ, মধুর ধ্বনি।
কলরব, কলরোল–বি.
১. কলকল শব্দ;
২. সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল।
কলস্বন, কলস্বর–বি.
১. অস্পষ্ট শব্দ;
২. উচ্চ স্বর, তারস্বর।
☐ বিণ. ওইরকম শব্দকারী।
কলস্বনা–বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)।
কলহংস–বি.
১. রাজহাঁস;
২. বালিহাঁস।
বি. (স্ত্রী.) কলহংসী।
কলহাস, কলহাস্য–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।
কলহাসিনী–বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী।
Leave a Reply