কর্ষ১ [ karṣa ] বি. ওজনের পরিমাণবিশেষ (১৬ মাষা, কবিরাজি মতে ২ তোলা)।
[সং. √ কৃষ্ + অ]।
কর্ষ২, কর্ষণ [ karṣa, karṣaṇa ] বি.
১. কৃষি. চাষ (ভূমিকর্ষণ, হলকর্ষণ);
২. আকর্ষণ (বিপ্রকর্ষণ);
৩. পীড়ন;
৪. ঘর্ষণ (নিকষে কর্ষণ করা)।
[সং. √ কৃষ্ + অ, অন]।
কর্ষক–বি. বিণ. যে কর্ষণ করে, কৃষক।
কর্ষণীয়–বিণ. কর্ষণযোগ্য; কর্ষণ করতে হবে এমন।
কর্ষিত, কৃষ্ট–বিণ. কর্ষণ করা হয়েছে এমন (তু. অকৃষ্ট ভূমি)।
কর্ষী (-র্ষিন্)–বিণ. আকর্ষণকারী।
Leave a Reply