কর্তা [ kartā ] (কর্তৃ) বিণ. বি.
১. যিনি স্বাধীনভাবে কর্ম করেন;
২. প্রণেতা (গ্রন্হকর্তা);
৩. নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা);
৪. গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ);
৫. প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা);
৬. প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি);
৭. (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative.
[সং. √ কৃ + তৃ]।
কর্ত্রী–বিণ. বি. (স্ত্রী.)
১. কর্মসম্পাদনকারিণী;
২. প্রণেত্রী; লেখিকা;
৩. গৃহিণী;
৪. প্রভুপত্নী;
৫. অধ্যক্ষা।
কর্তাভজা–বি.
১. আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ;
২. (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব।
কর্তৃত্ব–বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য।
Leave a Reply