কর্ণ১ [ karṇa ] বি. (মহাভারতে) কুন্তীর কুমারীকালের পুত্র।
[সং. √ কর্ণ্ + অ]।
কর্ণ২ [ karṇa ] বি. (জ্যামি.) চতুষ্কোণ ক্ষেত্রের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত অঙ্কিত সরলরেখা, diagonal.
[সং. √ কৃ + ন]।
কর্ণ৩ [ karṇa ] বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]।
কর্ণকুহর, কর্ণবিবর, কর্ণরন্ধ্র–বি. কানের ছিদ্র বা ফুটো।
কর্ণগোচর–বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)।
কর্ণপট, কর্ণপটহ–বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়।
কর্ণপথ–বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর।
কর্ণপাত–বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)।
কর্ণবেধ–বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ।
কর্ণমল–বি. কানের ময়লা, কানের খোল।
কর্ণমূল–বি. কানের গোড়া।
কর্ণশূল–বি. কানের প্রদাহ বা যন্ত্রণা।
কর্ণাভরণ–বি. কানের গয়না।
কর্ণ৪ [ karṇa ] বি. নৌকার হাল; অরিত্র। [সং. √ কৃ + ন]।
কর্ণধার–বি.
১. মাঝি, কাণ্ডারি;
২. (গৌণ অর্থে) কর্তা, পরিচালক।
Leave a Reply