করাল [ karāla ] বিণ.
১. বড় বড় দাঁতযুক্ত, দন্তুর;
২. ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক;
৩. ভীষণ;
৪. তুঙ্গ।
[সং. কর + √ অল্ + অ]।
করালবদনা–বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা।
☐ বি. মহাকালী।
করালী–বি. (স্ত্রী.)
১. চামুণ্ডা, চণ্ডী;
২. অগ্নিজিহ্বাবিশেষ।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply