করা [ karā ] ক্রি.
১. কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা);
২. উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা);
৩. নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা);
৪. প্রয়োগ করা, খাটানো (জোর করা);
৫. নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা);
৬. যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা);
৭. চালনা করা, সঞ্চালন করা (পাখা করা);
৮. বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা);
৯. ভাড়া করা (গাড়ি করে যাওয়া);
১০. নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা);
১১. নির্বাহ করা (সংসার করা);
১২. স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা);
১৩. উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা);
১৪. পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা);
১৫. বিছানো, পেতে দেওয়া (বিছানা করা);
১৬. পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা);
১৭. ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা);
১৮. রাঁধা (ভাত করা, তরকারি করা);
১৯. সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা);
২০. বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে);
২১. উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)।
☐ বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)।
☐ বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি।
[বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]।
Leave a Reply