করণ [ karaṇa ] বি.
১. সম্পাদন; কার্য;
২. কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক;
৩. ইন্দ্রিয়;
৪. শরীর;
৫. স্হান, ক্ষেত্র;
৬. দফতর, অফিস (তু. মহাকরণ);
৭. (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ;
৮. কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ।
[সং. √ কৃ + অন]।
করণকারণ–বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান।
Leave a Reply