করকর [ kara-kara ] অব্য.
১. কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ;
২. কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি;
৩. অস্হিরতাবোধ;
৪. জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)।
[সং. কর্কর > হি. কর্কর্]।
করকরা–ক্রি. করকর করা।
করকরানো–বি. ক্রি. করকর করা।
করকরে–বিণ.
১. কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে);
২. শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত);
৩. আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)।
Leave a Reply