কর১ [ kara ] বিণ.
১. যে করে, কারক;
২. জনক, উত্পাদনকারী (সুখকর);
৩. নির্মাতা (চিত্রকর)।
[সং. √ কৃ + অ]।
-করী–বিণ. (স্ত্রী.) (অর্থকরী বিদ্যা)।
কর২ [ kara ] বি. কিরণ, রশ্মি (রবিকর, চন্দ্রকর)।
[সং. √ কৃ (=বিক্ষিপ্ত হওয়া) + অ]।
কর৩ [ kara ] বি.
১. হস্ত, হাত (করজোড়ে, করপুট);
২. হাতির শুঁড়;
৩. আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)।
[সং. √ কৃ + অ]।
কবলিত–বিণ. হস্তগত, অধিকৃত।
কমল–বি.
১. হস্তরূপ পদ্ম;
২. পদ্মের মতো হাত।
কমলেষু–বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়।
করকোষ্ঠী–বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী।
করগ্রহ, করগ্রহণ–বি.
১. হস্তধারণ, হাত ধরা;
২. বিবাহ।
করগ্রাহক, করগ্রাহী (-হিন্)–বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি।
করজোড়ে–ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে।
করতল–বি. হাতের তেলো, palm.
করতলগত–বিণ. হস্তগত, আয়ত্ত।
করতালি–বি. হাততালি।
করন্যাস–বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা।
করপদ্ম–বি করকমল এর অনুরূপ।
করপল্লব–বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত।
করপীড়ন–বি. বিবাহ।
করপুট–বি. জোড়হাত।
করভূষণ–বি. হাতের গয়না।
করমর্দন–বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake.
করমুক্ত–বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন।
কর৪ [ kara ] বি. রাজস্ব, খাজনা, শুল্ক, ট্যাক্স্ (রাজকর, পথকর, জলকর, আয়কর)।
[সং. √ কৃ +অ]।
করগ্রহ, করগ্রহণ–বি. খাজনা গ্রহণ, খাজনা আদায়।
করগ্রাহ, করগ্রাহক, করগ্রাহী (-হিন্)–বিণ. রাজস্ব আদায়কারী।
করদাতা (তৃ.)–বি. বিণ. রাজস্ব প্রদানকারী।
করমুক্ত–বিণ. নিষ্কর, কর বা খাজনা দিতে হয় না এমন।
কর৫ [ kara ] বি. বাঙালি হিন্দুর পদবি-বিশেষ।
Leave a Reply