কম্বল [ kambala ] বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ।
[সং. √ কম্ (ব্ আগম) + অল]।
কম্বলসম্বল–বি.
১. অতি দরিদ্র অবস্হা;
২. সন্ন্যাসজীবন।
বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র।
Leave a Reply