কমা১ [ kamā ] বি. বিরামচিহ্নবিশেষ, পাদচ্ছেদ (, )। [ইং. comma]।
কমা২ [ kamā ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)।
[বাং. √ কম্ + আ]।
কমানো–ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা।
বিণ. হ্রস্বীকৃত।
বি. হ্রস্বীকরণ।
কমা৩ [ kamā ] (আঞ্চ.) বিণ. নিকৃষ্ট, খারাপ, উত্কৃষ্ট নয় এমন (পয়সা খরচ করে কমা জিনিস নেব কেন?)।
[ফা. কম্ + বাং. আ]।
Leave a Reply