কমলা১ [ kamalā ] বি.
১. লক্ষ্মীদেবী;
২. দশমহাবিদ্যার অন্যতমা।
[সং. √ কম্ + অল্ + অ + স্ত্রী. আ]।
কমলাপতি–বি. বিষ্ণু।
কমলা১ [ kamalā ] বি.
১. লেবুবিশেষ, লেবুজাতীয় অম্লমধুর ফলবিশেষ;
২. কমলালেবুর বর্ণের অনুরূপ বর্ণ;
৩. পাণ্ডুরোগ, jaundice.
[তু. প্রাকৃ. কঁঅলা]।
Leave a Reply