কমল [ kamala ] বি.
১. পদ্ম;
২. জল।
[সং. কম্ + √ অল্ + অ]।
কমলআঁখি–বি.
১. পদ্মের মতো সুন্দর চক্ষু;
২. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি।
কমলকলি–বি. পদ্মের কুঁড়ি।
কমলযোনি–বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উত্পত্তি,
কমললোচন–বি. পদ্মের মতো চক্ষু।
বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট।
কমলাক্ষ–কমললোচন, পদ্মের মতো চক্ষু।
কমলালয়া, কমলাসনা–বি. লক্ষ্মীদেবী।
কমলাসন–বি. ব্রহ্মা।
Leave a Reply