কমবক্ত, কম্বখ্ত [ kam-bakta, kam-bakht ] বিণ. হতভাগ্য; দুর্ভাগা; দুরদৃষ্ট; অল্পভাগ্য (‘মার্জনা করো গোনা পাপী কমবখ্তের’ কাজি.)।
বি. অল্পবুদ্ধি; বুদ্ধিহীন (‘তখ্তে তখ্তে দুনিয়ায় আজি কমবখ্তের মেলা’ কাজি.)।
কমবক্তা, কম্বখ্তি–বি. ভাগ্যহীনতা।
স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।
[আ. কম্বখ্ত্]।
Leave a Reply